নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা ।আশা করি আপনারা আল্লাহর অশেষ কৃপাই ভালো আছেন ।আমিও ভালো আছি । সামনে পরীক্ষার কারনে আপনাদের সাথে কোন কিছু শেয়ার করা হচ্ছে না ।তাই আজকে বসে গেলাম আপনাদের সামনের কিছু হাদিস পেস করার জন্য ।
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দাওয়াত দানকারীর বৈশিষ্ঠ সম্পর্কে একটি হাদিস ।
আনাস ইবনে মালেক ( রাঃ ) হতে বর্নিত। নবী করিম ( সাঃ ) বলেছেনঃ আল্লাহর রাস্তায় একটি সকাল ও একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম । ( বুখারী )
দাওয়াত দানকারীর মর্যদা এভাবে বুঝা যায় । যে ব্যক্তি কাউকে কল্যানের দিকে দাওয়াত দিল সে দাওয়াত প্রাপ্ত ব্যক্তির নেক আমলের সমপরিমান নেকী পাবে । ফলে মৃত্যুর পর দাওয়াত দানকারীর নিজের আমল বন্ধ হয়ে গেলেও তার নেকী বন্ধ হবে না । ঊদাহরন স্বরূপ , তিনি কুরআনের একজন নতুন পাঠক তৈরি করে গেলেন । পাঠক যতদিন কুরআন পড়বেন তার সমপরিমান নেকী তিনি পেতে থাকবেন । আবার কোন ব্যক্তিকে তিনি আল্লাহর পথে খরচ করতে উদ্বুদ্ধ করে গেলেন । ঐ ব্যক্তি যত দিন দান করবেন তার সমপরিমান নেকী তিনি পেতে থাকবেন । এসব দাওয়ার প্রাপ্ত ব্যক্তিগণ পুনরায় যত লোককে দাওয়াত দেবেন তাদের আমলের নেকীর এক অংশ প্রথম ব্যক্তি পেতে থাকবেন । এভাবে তিনি মৃত্যুর পরও অনেক ব্যক্তিকে সাদকায়ে যারিয়া হিসাবে রেখে যান ফলে তার নেকী বহুগুণে বাড়তে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন